নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন জন, ৬টি সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর পদে ৩৪ জন এবং ১৮টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১০২ জন মনোনয়নপত্র দাখিল করেন।
টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনটি দল তাদের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিয়েছে।
দলগুলো হলো- আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সিরাজুল হক আলমগীর; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আব্দুল কাদের স্ব স্ব দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তাদের মনোনয়ন পত্র জমা দেন।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহন করেন।
সূত্রমতে, আগামি ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহার আগামি ১০ জানুয়ারি।
১১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ৩০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে। সম্পাদনা – অলক কুমার