টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অবশেষে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জরুরি বিভাগের ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে সার্বক্ষণিক এ সেবা চালু হয়।
হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুছের নির্দেশনায় জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসা কার্যক্রম চালু করা হয়। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে চিকিৎসক, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, কনসালট্যান্ট, আরপি/আরএস, সহকারী সার্জন, নার্সিং সুপারভাইজার, বিভাগের ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সপ্তাহের সাত দিন সার্বক্ষণিকভাবে সকল ধরনের রোগী জরুরি বিভাগে চিকিৎসা সেবা পাবেন। এ সেবা চালু হওয়ায় টাঙ্গাইলের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে।
রোগী ও স্বজনরা জানিয়েছেন, কয়েক বছর আগে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলেও জরুরি বিভাগে চিকিৎসা পাওয়া যেত না। বর্তমানে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু হওয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।











