নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জেলাব্যাপী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ –
টাঙ্গাইল :
টাঙ্গাইলে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থ ও গরিব রোগীদের কল্যাণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে পৌর উদ্যানে জেলা যুবদলের আয়োজনে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
এ সময় অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ফ্রি ঔষধ বিতরণ করা হয়।
জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক যুগ্ম-সম্পাদক কাজী শফিকুল ইসলাম লিটন, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ।
এ সময় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকাসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কালিহাতী :
টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার (২৭ অক্টোবর) বিকালে ৪টায় কালিহাতী বল্লা রোডে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
কালিহাতী উপজেলা যুবদলের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে মোহাম্মদ ফিরোজ মিয়া ও শেখ আমিনুর ইসলাম সঞ্চালনায় এই সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর মুক্তিযুদ্ধা দলের সভাপতি ইঞ্জি. আব্দুল হালিম মিয়া, ডক্টর এসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. শাহআলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, কৃষকদলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোহর আলী, জিয়া পরিষদ টাঙ্গাইল জেলার শাখার সভাপতি অধ্যাপক এ. কে. এম আউয়াল, উপজেলা সাবেক যুবদলের আহ্বায়ক শামীম আল মামুন মুকুল, কৃষিবিদ এস এম এ খালিদ, উপজেলা ছাত্রদল নেতা রকিব হোসেন মোল্লা প্রমুখ।
ঘাটাইল :
টাঙ্গাইলের অন্যান্য উপজেলার মতো ঘাটাইলেও যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়াম দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী।
এর আগে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় যুবদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাগরপুর :
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা যুবদলের উদ্যোগে এই ক্যাম্পেইনে’র উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. নাজমুল হক স্বাধীন।
এই অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য মো. রবিউল আওয়াল লাভলু, সিনিয়র সহ-সভাপতি মো. আহাম্মদ আলী রানা, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, যুবদলের সাবেক আহবায়ক মো. ফনির হোসেন ভূইয়া, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দ্বীপন, যুগ্ম-আহবায়ক মো. ইকবাল কবীর, মো. আরিফুল ইসলাম নবা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, ছাত্র বিষয়ক সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্র দলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. মনির হোসেনসহ উপজেলা বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।
এ সময় ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।
গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে রবিবার বৃক্ষ রোপণ, গাছের চারা বিতরণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
থানা চত্ত্বরের আব্দুল মান্নান রোডে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন।
উপজেলার যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান বাদলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, পৌর যুব দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, যুব দলের যুগ্ম-আহবায়ক দুলাল হোসেন রাবন, মহিলা দলের সভাপতি নাজমা পারভীন, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেলদুয়ার :
টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা যুবদল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
বেলা সাড়ে ১১টায় বিএনপি কার্যালয়ের সামনে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য করেন- উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ খান, সহ-সভাপতি মো. আজাদ মিয়া, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস. এম ফেরদৌস আহমেদ প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে ডা. আনিছ খান, আই কেয়ারের পক্ষ থেকে ১৮০ চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা প্রদান করেন।
একই সাথে শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ব্যবস্থাপনা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু এবং পরিচালনা করেন সদস্য সচিব বাবলু চৌধুরী।
মির্জাপুর :
সারাদেশের ন্যায় রোববার জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।
মির্জাপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাঈদ সোহরাব।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দলের প্রতিটি নেতাকর্মীকে অনেক বেশি শৃঙ্খলিত, সহনশীল এবং দলের নিয়ম কানুন মেনে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকান্ড করতে হবে।
রাষ্ট্রের যেমন সংস্কার হচ্ছে, তেমনি দলের নেতাকর্মীদেরকেও নিজের সংস্কার করতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন- মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, লতিফপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার মোবারক হোসেন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক দুলাল মিয়া উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম মৃধা, সদস্য সচিব উথান খান, উপজেলা যুবদল নেতা ইঞ্জিনিয়ার মো. হাসান উদ্দিন লিটন ও মো. হাসানুজ্জামান শাহীন প্রমুখ।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. হাফিজুর রহমান।
ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর স্বাস্থ্য সেবা দেয়া হয় বলে নিশ্চিত করেছেন পৌর যুবদলের আহবায়ক হামিদুর রহমান লাঠু।