টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল পৌর শহরের শান্তিকুঞ্জ মোড়ে ২০ ফুট রাস্তার অসমাপ্ত কাজের কারণে এলাকার মানুষ ও যানবাহনচালকরা চরম দুর্ভোগে রয়েছেন। এই সড়কটি দেলদুয়ার, পাকুটিয়া হয়ে মানিকগঞ্জ এবং পাকুল্যা হয়ে ঢাকায় যাওয়ার একমাত্র ব্যস্ততম পথ। প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তা ব্যবহার করেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুই ঠিকাদার প্রতিষ্ঠান একে অপরের ওপর দায় চাপিয়ে রাস্তার কাজ শেষ করেনি। ফলে ২০ ফুট অংশটি খানাখন্দে ভরা অবস্থায় থেকে গেছে। এতে অটোরিক্সা ও সিএনজি উল্টে যাওয়া, যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি প্রতিদিন বাড়ছে।
স্থানীয়রা জানান, বিগত ২০২০ সালে শান্তিকুঞ্জ মোড় থেকে দেলদুয়ার পর্যন্ত রাস্তা ঢালাই করা হয়। ২০২৪ সালে পাশের মেইন রোডও সংস্কার করা হয়। কিন্তু এই ২০ ফুট অংশের অসমাপ্ত কাজ দুই ঠিকাদারের কারণে এখনো মেরামত হয়নি।
সিএনজি সমিতি ও স্থানীয়রা অস্থায়ীভাবে মাটি দিয়ে সংস্কার করার চেষ্টা করলেও এটি দীর্ঘস্থায়ী সমাধান হয়নি। চলাচলের সময় ভাঙা রাস্তার কারণে যাত্রীরা বারবার আহত হচ্ছেন। স্থানীয় দোকানদাররা জানান, রাস্তার ধুলো ও যানজটের কারণে তাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সিএনজি শ্রমিক ইউনিয়নের হিটলু, শাহিন শাহ ও এরশাদ বলেন, “২০ ফিট রাস্তা আমাদের জন্য চরম হুমকি। দুর্ঘটনা প্রায় প্রতিদিন ঘটছে। দ্রুত মেরামতের দাবি আমরা জানাচ্ছি।”
এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান জানিয়েছেন, “শান্তিকুঞ্জ মোড়ের ২০ ফুট রাস্তার মেরামতের জন্য টেন্ডার খোলা হয়েছে। অচিরেই রাস্তা সংস্কার করা হবে।”











