টাঙ্গাইলের সখীপুরে কয়েল থেকে আগুন লাগার ঘটনায় এক কৃষকের চারটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১১ আগস্ট) ভোররাতে উপজেলার আড়াইপাড়া বেগবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক শাহ আলম জানান, মশার উপদ্রব থেকে গরুগুলোকে রক্ষা করতে তিনি নিয়মিত মশার কয়েল জ্বালিয়ে রাখতেন। ভোর সাড়ে ৩টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালঘরের চারপাশে আগুন দেখতে পান। দ্রুত চিৎকার করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুনে গোয়ালঘর ও চারটি গরু পুড়ে যায়।
শাহ আলম বলেন, সম্প্রতি দুটি ব্যাংক থেকে প্রায় দুই লাখ টাকা ঋণ নিয়ে গরু পালন শুরু করেছিলেন। আগুনে তার প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। “আমি অনেক যত্ন করে গরুগুলো পালন করছিলাম, সব শেষ হয়ে গেল,” তিনি হতাশা প্রকাশ করেন।
সখীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কৃষকের বড় ধরনের ক্ষতি হয়েছে। গরু পালনসহ এমন কাজে আরও বেশি সতর্কতা প্রয়োজন।”