তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সহকারী কমিশনার লাবিবুজ্জামান মুন্তাবীনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে আছেন টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।
উদ্বোধনী ম্যাচে বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজকে ১–০ গোলে পরাজিত করে জয় তুলে নেয় মির্জাপুর সরকারি কলেজ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার মোট ১৬টি কলেজ অংশ নিচ্ছে।
আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।











