গোপালপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে ভূঞাপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় হাতপাখা প্রতীকের একটি নির্বাচনী সমাবেশ চলাকালে এ জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি স্থাপনায় নির্বাচনী প্রচারণার কার্যালয় স্থাপন করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় প্রার্থী মনোয়ার হোসেন সাগরের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আচরণ বিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো প্রার্থী আচরণ বিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।











