টাঙ্গাইল-৫ (সদর) আসনে আগামী নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী হতে মনোনয়নপ্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিকেলে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা হয়। ছিলিমপুর ইউনিয়ন মহিলা দলের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সভাপতি নাদিম মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিনসহ স্থানীয় মহিলা দল ও যুবদলের নেত্রীবৃন্দ বক্তব্য দেন।
সভা শেষে স্থানীয় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সুলতান সালাউদ্দিন টুকুর জন্য ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন নেতাকর্মীরা।