টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরগরম হয়ে উঠছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। অ্যাডভোকেট ফরহাদ ইকবাল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘদিন ধরে টাঙ্গাইল-৫ আসনে বিএনপির একজন শক্ত মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠ পর্যায়ে সক্রিয় ছিলেন ফরহাদ ইকবাল। তৃণমূল পর্যায়ে তার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা থাকলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে ঘোষণা করা হয়েছে।
তবে দলীয় মনোনয়ন না পেলেও স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান এবং সমর্থকদের ব্যাপক অনুরোধ ও চাপের মুখে নির্বাচনী দৌড়ে থাকার সিদ্ধান্ত নেন ফরহাদ ইকবাল। সে লক্ষ্যেই তিনি গত রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং সোমবার তা জমা দেন।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ফরহাদ ইকবালের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই স্বতন্ত্র অবস্থান টাঙ্গাইল-৫ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ফলে এই আসনে ত্রিমুখী কিংবা বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনাও তৈরি হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে জানা যাবে, শেষ পর্যন্ত কারা এই আসনে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন। তবে ফরহাদ ইকবালের মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় টাঙ্গাইল সদর আসন এখন জেলার রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
তথ্য সূত্র : বাংলা ভয়েস











