মো আজিজুল হক
,
নাগরপুর প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মো. রবিউল আওয়াল লাভলু।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী রবিউল আওয়াল লাভলুকে এই আসনের জন্য চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রও অনুমোদিত হয়েছে।
মনোনয়ন ঘোষণার পর নাগরপুর ও দেলদুয়ার উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে রবিউল আওয়াল লাভলু এই আসনে দলের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবেন।
মনোনয়ন প্রসঙ্গে রবিউল আওয়াল লাভলু বলেন, “দল যে আস্থা আমার ওপর রেখেছে, তা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করবো। নাগরপুর ও দেলদুয়ারের মানুষের অধিকার, উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
উল্লেখ্য, টাঙ্গাইল-৬ আসনটি জেলার একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত। আসন্ন নির্বাচনকে ঘিরে এ আসনে রাজনৈতিক তৎপরতা দিন দিন বাড়ছে।











