টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং জাতীয়তাবাদী প্রজন্ম দলের নির্বাহী কমিটির সভাপতি জুয়েল সরকারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া এলাকা থেকে শোভাযাত্রার সূচনা হয়।
শোভাযাত্রাটি দেলদুয়ার ও নাগরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নাল্লাপাড়ায় এসে শেষ হয়। এতে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। সমর্থকরা বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পক্ষে স্লোগান দেন এবং দলীয় পতাকা ও ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
মনোনয়নপ্রত্যাশী জুয়েল সরকার বলেন, “আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। টাঙ্গাইল-৬ আসনে তারেক রহমান দ্রুতই আমাদের মনোনয়ন দিবেন। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও এলাকার উন্নয়ন আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও জানান, দলমত নির্বিশেষে মানুষের অধিকার রক্ষায় তিনি কাজ করতে চান এবং বিশ্বাস করেন জনগণই সকল ক্ষমতার উৎস।