টানা অষ্টমবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ফিনল্যান্ড। বৃহস্পতিবার (২০ মার্চ) প্রকাশিত ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২4’ অনুযায়ী, শীর্ষ ২০টি দেশের মধ্যে এশিয়ার কোনো দেশ স্থান পায়নি, যা বেশ আশ্চর্যের বিষয়।
নর্ডিক দেশগুলো বরাবরের মতোই শীর্ষস্থানে রয়েছে। দ্বিতীয় অবস্থানে ডেনমার্ক, এরপর যথাক্রমে আইসল্যান্ড ও সুইডেন। লাতিন আমেরিকার দেশ কোস্টারিকা (৬ নম্বরে) ও মেক্সিকো (১০ নম্বরে) প্রথমবারের মতো শীর্ষ দশে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যথাক্রমে ২৪ ও ২৩ নম্বরে অবস্থান করছে।
তালিকার একেবারে শেষের দিকে রয়েছে আফগানিস্তান (১৪৭), সিয়েরা লিওন (১৪৬), লেবানন (১৪৫), মালাউই (১৪৪) এবং জিম্বাবুয়ে (১৪৩)। ১৪৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪।
২০১২ সাল থেকে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) পরিমাপের জন্য ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট’ প্রকাশ করা হচ্ছে। ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের নেতৃত্বে পরিচালিত এই রিপোর্টে জিডিপি, সামাজিক সহায়তা, আয়, স্বাস্থ্য, জীবনধারণের স্বাধীনতা, উদারতা ও দুর্নীতির মাত্রার ভিত্তিতে বিভিন্ন দেশের সুখের মাত্রা নির্ধারণ করা হয়।