যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব অর্জনে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য নতুন ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামের এই বিশেষ ভিসা প্রোগ্রামটি মঙ্গলবার ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে ট্রুথ সোশ্যালে তিনি তথ্যটি শেয়ার করেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বিষয়টি নিশ্চিত করেন।
মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা যায়, এই ভিসার আবেদন করতে হলে ট্রাম্পকার্ড ডট গভ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার সময় ভিসা প্রসেসিং ফি হিসেবে দিতে হবে ১৫ হাজার ডলার, যা গ্রহণ করবে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি)।
আবেদনকারীর নথি যাচাই শেষে ভিসা পেতে আরও ১ মিলিয়ন ডলার ‘উপহার’ হিসেবে পরিশোধ করতে হবে। কর্মকর্তারা জানিয়েছেন, এই ভিসা একটি শক্তিশালী আবাসন সুবিধা দেবে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে থাকা ও কাজ করার সুযোগ মিলবে—গ্রিন কার্ডের মতোই।
ট্রাম্প বলেন, “এটি গ্রিন কার্ডের থেকেও শক্তিশালী একটি ব্যবস্থা। এখানে যোগ্য ও সক্ষম ব্যক্তিরাই আবেদন করতে পারবেন।”
মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানান, প্রাথমিক নিবন্ধনেই প্রায় ১০ হাজার মানুষ গোল্ড কার্ড ভিসার জন্য নাম লিখিয়েছেন। তার ধারণা, আরও অনেক আবেদন আসবে এবং এই প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের ট্রেজারিতে বিলিয়ন ডলার আয় করবে।
লুটনিক আরও জানান, গোল্ড কার্ড প্রোগ্রামটি এমন ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসবে যারা দেশটির অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম। পাশাপাশি এটি অভিবাসন ব্যবস্থায় একটি নতুন দিক তৈরি করবে, যদিও এর আগে ট্রাম্প প্রশাসন অভিবাসন কঠোরতার জন্যই বেশি আলোচিত ছিল।
তিনি জানান, করপোরেট সংস্করণের আওতায় কোনো প্রতিষ্ঠান যদি যুক্তরাষ্ট্রে জরুরি ভিসা প্রয়োজন এমন কর্মীর জন্য প্রতি জনে ২ মিলিয়ন ডলার জমা দেয়, তাহলে তাদের দ্রুত ভিসা দেওয়া হবে।











