ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর সনগাঁও গ্রামে খায়রুন আক্তার (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাতে নিখোঁজের পর সোমবার সকালে শ্বশুরের কবরের পাশে হাত বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত খায়রুন আক্তার ওই গ্রামের তাজমুল হকের স্ত্রী এবং জিয়াখোর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে। তার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন সন্তান না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজন মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে তাকে হত্যা করেছে।
খায়রুনের মা ও ভাই দাবি করেছেন, খায়রুনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।
তবে অভিযোগ অস্বীকার করে শাশুড়ি দরিফন বেগম জানান, ঘটনার সময় তিনি ও তার জামাই মরিচক্ষেতে ছিলেন। তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।