ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে এবার মোট ৫৬৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে শুধু শেষ দিনেই (সোমবার, ১৯ আগস্ট) মনোনয়নপত্র নিয়েছেন ৪৪২ জন।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক ব্রিফিংয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত মনোনয়ন সংগ্রহ চলে। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
চলতি বছর ডাকসুর কেন্দ্রীয় সংসদে নতুন তিনটি পদ যুক্ত হওয়ায় মোট পদসংখ্যা দাঁড়িয়েছে ২৮টিতে। হল সংসদের পদসংখ্যা আগের মতোই ১৩টি।
হলভিত্তিক মনোনয়ন সংগ্রহেও ব্যাপক সাড়া মিলেছে। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে মোট ১,২২৬ জন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে শহীদুল্লাহ হলে ৯৭ জন, বিজয় একাত্তর হলে ৮৮ জন, জিয়াউর রহমান হলে ৮৭ জন, অমর একুশে হলে ৮৪ জনসহ অন্যান্য হলেও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন জমা পড়ে।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, “আজ কোনো ধরনের অনিয়ম হয়নি। প্রার্থীরা নিয়ম মেনে মনোনয়ন নিয়েছে। কেউ কেউ হয়তো লবিতে মিছিল করেছে, তবে আমরা সঙ্গে সঙ্গে তা বন্ধ করেছি।”
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরই মধ্যে ডাকসু ও হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ভোটার ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭১ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন।