ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে কি না তা আজ (৩ সেপ্টেম্বর) জানা যাবে। বেলা ১১টায় প্রধান বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল শুনানি অনুষ্ঠিত হবে।
গতকাল চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করেন। এর আগে হাইকোর্টের স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী হাইকোর্টে আবেদন করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন, ফলে ডাকসু নির্বাচন আয়োজনে বাধা দূর হয়।
এর আগে, ডাকসু প্রার্থী বি এম ফাহমিদার বিরুদ্ধে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয়। হাইকোর্ট ওই রিটের প্রেক্ষিতে নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিভিল মিসলেনিয়াস পিটিশন দাখিলের মাধ্যমে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।
এ ব্যাপারে, এস এম ফরহাদের প্যানেল ও বি এম ফাহমিদার প্যানেলের মধ্যে বিরোধের কারণে ভোটগ্রহণ স্থগিত হয়ে থাকে। আজকের শুনানির পরই ৯ অক্টোবর ডাকসু ভোট হবে কি না তা নিশ্চিত হওয়া যাবে।