চিকিৎসকদের নিয়ে দেওয়া মন্তব্য নিয়ে এবার ব্যাখ্যা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি পরিষ্কার করে জানিয়েছেন, তার সমালোচনা সব চিকিৎসকের বিরুদ্ধে নয়, বরং একটি নির্দিষ্ট শ্রেণির ডাক্তারদের উদ্দেশ্যে।
রবিবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ডাক্তার প্রসঙ্গ’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন।
পোস্টে তিনি লেখেন, “গতকাল একটি অনুষ্ঠানে ডাক্তারদের নিয়ে কিছু কথা বলেছিলাম। প্রথমেই রোগী হিসেবে আমার ভালো অভিজ্ঞতা তুলে ধরেছি। এরপর অন্যদের অভিজ্ঞতার আলোকে কিছু সমালোচনার কথা বলেছি। তবে স্পষ্ট করেছি—সব ডাক্তারদের প্রতি তা প্রযোজ্য নয়। অনেক ডাক্তার আছেন যারা অত্যন্ত ভালো ও দায়িত্বশীল।”
তিনি আরও বলেন, “পত্রপত্রিকা যখন আমার বক্তব্য প্রকাশ করেছে, তখন অনেকেই আমার বক্তব্যের পুরো প্রেক্ষাপট উপস্থাপন করেনি। এতে করে অনেকে ভুলভাবে ধারণা করতে পারেন যে আমি সব ডাক্তারদের বিরুদ্ধেই কথা বলেছি। কিন্তু সেটা একেবারেই ঠিক নয়।”
ড. আসিফ নজরুল আরও জানান, “আমার বক্তব্যের মাধ্যমে যারা প্রকৃত সেবাদানকারী, দক্ষ ও সৎ ডাক্তারদের মনে কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। তবে কিছু সংখ্যক ডাক্তারের (যদিও তারা সংখ্যায় কম) বিরুদ্ধে অভিযোগ সত্যি কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”