রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। চার বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং কোর্সকে ডিগ্রির সমমান দেওয়ার একদফা দাবিতে বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে বৃষ্টি উপেক্ষা করেই রাস্তায় নামেন তারা।
এর আগে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে সরকারের প্রতি আলটিমেটাম দিয়েছিলেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো আশ্বাস না পাওয়ায় তারা শাহবাগে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।
আন্দোলনকারীদের অভিযোগ, দেশের স্বাস্থ্যসেবায় ডিপ্লোমাধারী নার্সদের বড় অবদান থাকা সত্ত্বেও তারা নিয়োগ ও পেশাগত উন্নয়নে ডিগ্রিধারীদের চেয়ে বৈষম্যের শিকার হচ্ছেন। সমান মেয়াদে পড়াশোনা করেও তারা প্রয়োজনীয় স্বীকৃতি পাচ্ছেন না।
তাদের দাবি, বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই রাজপথে নেমেছেন তারা।
এদিকে শাহবাগ অবরোধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সড়কে যানজট সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।