ডেঙ্গু পরিস্থিতি ফের অবনতি হচ্ছে দেশে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৫৬৭ জন রোগী।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৭৭ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯২,৭৮৪ জন।
এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে অক্টোবর মাসে—৮০ জন। তবে নভেম্বরেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। নভেম্বর মাসে এখন পর্যন্ত মারা গেছেন ৯৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব তারা সংরক্ষণ করছে ২০০০ সাল থেকে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ বছর ছিল ২০২৩, যখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ভর্তি হন এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, আবহাওয়ার পরিবর্তন, নগরীর ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা এবং এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি—এ সবই ডেঙ্গুর প্রকোপ বাড়ানোর অন্যতম কারণ।










