খবর বাংলা
,
ডেস্ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. হরিপদ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের কলেজ রোড এলাকার জয়নগরপাড়া আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে ডা. হরিপদ রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে সংঘটিত সহিংসতার সময় প্রকাশ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সশস্ত্র মহড়ায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে ডা. হরিপদ রায়ের বিরুদ্ধে। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ওই ঘটনায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ ওঠে এবং সেদিনের সহিংস পরিস্থিতি শ্রীমঙ্গলবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করে। যদিও ভিডিওতে দেখা যাওয়া হামলাকারীদের একটি অংশ এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











