নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন স্বার্থ বাস্তবায়নকারীদের একজন হিসেবে উল্লেখ করেছেন বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক আনিস আলমগীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মার্কিন স্বার্থের সঙ্গে ড. ইউনূসের সম্পৃক্ততা অস্বীকার করার কিছু নেই। তিনি নিজেও সেটা অস্বীকার করবেন না।”
জুলাই মাসের অভ্যুত্থান চেষ্টায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে আওয়ামী লীগের দাবির বিষয়ে আনিস আলমগীর বলেন, “এটাকে একেবারে ভিত্তিহীন বলা যাবে না। তবে আওয়ামী লীগ নিজেদের অপকর্ম আড়াল করতেই এই ইস্যুটি বেশি করে সামনে আনছে।”
তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক ও ভালো সরকারকে হটাতে কোনো বহিঃশক্তি মানুষকে রাস্তায় নামাতে পারবে না। সরকারের ভুলের কারণেই যুক্তরাষ্ট্র সুযোগ নিয়েছে।”
আনিস আলমগীর বলেন, “গণতান্ত্রিক অনেক দেশে মার্কিনীরা এই সুযোগ নিতে পারে না, কিন্তু অগণতান্ত্রিক দেশগুলোতে নিজেদের স্বার্থে এমন সুযোগ নেয়। সেই স্বার্থ বাস্তবায়নে কিছু দেশীয় মানুষকে তারা ব্যবহার করে। বাংলাদেশেও এমন কিছু ব্যক্তি ছিল, যাদের মধ্যে ড. ইউনূস অন্যতম।”
জুলাই আন্দোলনের সঙ্গে ড. ইউনূসের জড়িত থাকার প্রসঙ্গে আনিস আলমগীর বলেন, “যতই তিনি অস্বীকার করুন বা সহজ-সরল থাকার ভান করুন, মানুষ বিশ্বাস করে এই আন্দোলনের পেছনে তার ভূমিকা ছিল। আন্দোলনকারীরাও বলছেন, আন্দোলনের সময় ড. ইউনূসের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। অথচ ক্ষমতায় আসার আগে তিনি বলছেন, কিছুই জানতেন না—এটা সম্পূর্ণ মিথ্যা।”
সাক্ষাৎকারে তিনি দাবি করেন, “ড. ইউনূস মার্কিন স্বার্থের পক্ষে কাজ করেন, এ কথা তিনি নিজেও জোর গলায় অস্বীকার করতে পারবেন না।”