ডিপ্লোমা ইন নার্সিংকে ডিগ্রির সমমানের দাবি আদায়ের আন্দোলনে ঢাকায় বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার অভিযোগের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ করেছেন ইন্টার্ন নার্স ও নার্সিং শিক্ষার্থীরা।
সোমবার (২৮ এপ্রিল) সকালে পাবনা জেনারেল হাসপাতাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয় তারা।
সমাবেশে বক্তারা ঢাকার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিচারের দাবি করেন। পাশাপাশি ডিপ্লোমাকে ডিগ্রির সমমান দেওয়ার দাবি এবং নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রারের পদত্যাগের দাবিও তুলে ধরেন।
শিক্ষার্থীরা জানান, নার্সিং পেশার উন্নয়ন এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা বরদাশতযোগ্য নয়। আন্দোলন চলমান থাকবে বলেও ঘোষণা দেন তারা।