নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তাদের সমর্থিত বিভিন্ন সংগঠন সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে। এসব মিছিলের ফলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, এসব মিছিলের মাধ্যমে সংগঠনগুলো পুলিশের নজর এড়িয়ে দ্রুত গতিতে কোনো নির্দিষ্ট স্থানে গিয়ে মিছিল করে এবং তারপর ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ছবি এবং ভিডিও ছড়িয়ে তাদের অস্তিত্ব জানান দেয়। যদিও মিছিলের সময় ছবি এবং ভিডিও সংগ্রহের মাধ্যমে অনেককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, এসব বেআইনি সংগঠনের অপতৎপরতা প্রতিরোধে তারা তৎপর রয়েছে।
ডিএমপি সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছে, এসব সংগঠনের বিচ্ছিন্ন কার্যকলাপে আতঙ্কিত না হওয়ার জন্য।
এদিকে, গতকাল শুক্রবার ভোরে বিমানবন্দর এলাকায় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে মিছিল করেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনগুলো।