নারী অধিকার সংস্কারবিষয়ক কমিশনের প্রস্তাব বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। শনিবার (৩ মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে দুপুর ১টা পর্যন্ত।
ফজরের নামাজের পর থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হেফাজতের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সকাল ৭টার মধ্যেই মূল মঞ্চ ঘিরে কয়েক হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে অংশ নিতে শুক্রবার বিকেলে মাঠ পরিদর্শনে যান হেফাজতের শীর্ষ নেতারা। তারা দেশবাসীর প্রতি সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। ঢাকার বাইরে থেকে আগতদের তিনটি নির্ধারিত পয়েন্ট ধরে সমাবেশে যোগ দেওয়ার অনুরোধও জানানো হয়।
চার দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো:
- নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাব বাতিল
- ২০১৩ সালের শাপলা চত্বর ট্র্যাজেডি ও আওয়ামী লীগ শাসনামলে সব গণহত্যার বিচার
- ধর্মীয় অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন
- ধর্মীয় শিক্ষার প্রতি সম্মান ও গুরুত্ব বৃদ্ধির দাবি
সমাবেশকে ঘিরে শুক্রবার রাজধানীতে মিছিল ও গণসংযোগ করেছে হেফাজতের নেতাকর্মীরা। এ সময় সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি ধর্মপ্রাণ মানুষকে ‘ইসলাম ও ন্যায়বিচারের’ পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নিয়েছে বলেও জানা গেছে।