ঈদ সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রাণী গবেষণা ইন্সটিটিউটের সামনে ফাঁদ পেতে দুই ছিনতাইকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
সাভার হাইওয়ে থানার এসআই আনজিল আহমেদ সাদা পোশাকে পায়ে হেঁটে যাচ্ছিলেন, তখন তিন ছিনতাইকারী রিকশাযোগে এসে তাঁর পথ রোধ করে ছুরি বের করে। তবে এসআই আনজিল সঙ্গে সঙ্গে এক ছিনতাইকারীকে ধরে ফেলেন এবং আশপাশে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা আরও একজনকে আটক করেন।
সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, মহাসড়কে অপরাধ দমনে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে এবং নতুন নতুন কৌশল গ্রহণ করা হচ্ছে। আটক ছিনতাইকারীদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।