ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর পূর্ব প্রান্তে চলন্ত বাসে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টার দিকে ‘আল ইমরান’ পরিবহনের একটি বাসে ডাকাত দল যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। সাভার, বাইপাইল ও আশুলিয়া থেকে যাত্রী উঠিয়ে বাসটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত পৌঁছায়। এরপর যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কে যাত্রীবেশে থাকা ৮-১০ জন ডাকাত অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নেয় এবং যাত্রীদের চোখ বেঁধে ফেলে।
ডাকাতরা বাসটি ঘুরিয়ে রাতভর ঢাকার চন্দ্রা-আশুলিয়া ও টাঙ্গাইল মহাসড়কে ঘোরাফেরা করে এবং প্রত্যেক যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। ভোরে বাসটি টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকায় ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়।
বাসের যাত্রী জুয়েল মিয়া জানান, ডাকাতরা নারী যাত্রীদের তল্লাশির নামে শ্লীলতাহানি করেছে। তাদের কান্না ও আকুতি তিনি শুনতে পান।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং ডাকাতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারিতেও একই মহাসড়কে ইউনিক রয়েলস পরিবহনের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে।