ছয় দফা দাবিতে ‘শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে তারা ক্যাম্পাসের প্রধান ফটকসহ বিভিন্ন প্রবেশপথে তালা ঝুলিয়ে দেন।
দেশজুড়ে চলমান এই কর্মসূচিতে অংশ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, লক্ষ্মীপুর, রাজশাহী, চট্টগ্রামসহ অন্যান্য জেলার পলিটেকনিক শিক্ষার্থীরাও। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘কারিগরি ছাত্র আন্দোলন’।
দাবি সংক্ষেপে:
- ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ নিয়ে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন ও বিতর্কিত পদোন্নতি বাতিল।
- ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ।
- উপযুক্ত গ্রেডে চাকরির নিশ্চয়তা ও আইনি পদক্ষেপ।
- কারিগরি বহির্ভূত জনবল নিয়োগ বন্ধ ও দক্ষ জনবল নিয়োগ।
- পৃথক ‘কারিগরি ও উচ্চশিক্ষা’ মন্ত্রণালয় এবং শিক্ষা সংস্কার কমিশন গঠন।
- টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ।
শিক্ষার্থীরা জানায়, দাবিগুলো পূরণ না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।