ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ অনুষদে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো আজ। শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় এ পরীক্ষায় শুরু হয়। এর আগেই কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ২৫ হাজার ৪১৮ শিক্ষার্থী। তবে এ শিক্ষাবর্ষরে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ২ হাজার ৯৩৪টি। বিগত বছরগুলোর মত এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ শিক্ষাবর্ষেও গত বছরের মতো ঢাবির কেন্দ্রসহ একযোগে দেশের আট বিভাগীয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কলা অনুষদের ডিন অফিস সংলগ্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেনর বলে জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে। পরীক্ষা শুরু পূর্বে সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে।
যার মধ্যে রয়েছে- ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি নিয়ে আসতে হবে। বলপয়েন্ট কলম ছাড়া কোনো ধরনের পেন্সিল ব্যবহার করা যাবে না। এ ছাড়াও ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায়, এমন কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেওয়া যাবে না।