তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি জানিয়েছে প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর প্রাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নারী মৈত্রী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এ দাবিতে দিনব্যাপী সিগনেচার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রহমান। এতে সহস্রাধিক শিক্ষার্থী স্বাক্ষর দিয়ে তাদের অবস্থান জানান। আয়োজকরা জানান, এ ক্যাম্পেইনে সংগৃহীত স্বাক্ষরগুলো প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে।
ক্যাম্পেইনে শিক্ষার্থীরা বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের গুরুত্বপূর্ণ সংশোধনী প্রস্তাবগুলো তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— পাবলিক প্লেসে স্মোকিং জোন নিষিদ্ধ করা, সব ধরনের তামাকজাত পণ্যের প্রদর্শন ও বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ করা, ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব ঠেকাতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া, তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম নিষিদ্ধ করা এবং তামাকের মোড়কে সচিত্র সতর্কবার্তা ৯০ শতাংশে উন্নীত করা।
প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিব বলেন, ‘প্রতিদিন ৪৪২ জন মানুষ তামাকের কারণে মারা যাচ্ছেন। তামাক শুধু ব্যবহারকারীকেই নয়, আশপাশের মানুষকেও ঝুঁকিতে ফেলছে। আমরা আর মৃত্যুর মিছিল দেখতে চাই না। দ্রুত আইন সংশোধন করে এই ভয়াবহতা রুখতে হবে।’
নারী মৈত্রীর প্রকল্প সমন্বয়কারী নাসরিন আক্তার বলেন, ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় তামাক ব্যবহারকারীর সংখ্যায় শীর্ষে। গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ অনুযায়ী, দেশে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করেন। টোব্যাকো অ্যাটলাস ২০১৮ অনুযায়ী, প্রতি বছর তামাকজনিত কারণে ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।’
সবশেষে শিক্ষার্থীরা দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাশের আহ্বান জানিয়ে সচেতনতা কার্যক্রম আরও বিস্তৃত করার ঘোষণা দেন।