শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, “এখন বাংলাদেশ পরিবর্তনের সময়। তারেক রহমানের নেতৃত্বে তরুণদের সম্পৃক্ত করে দেশের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে।”
সোমবার (১০ নভেম্বর) বিকেলে নাটোরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর স্নিগ্ধ বলেন, তারেক রহমান তরুণ নেতৃত্ব গড়ে তুলতে কাজ করছেন এবং ভবিষ্যৎ বাংলাদেশকে গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার জন্য তার একটি সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। “তার উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হলে জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্ন পূরণ হবে,” — এমন মন্তব্যও করেন তিনি।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্র ও নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দেশের গত ১৭ বছরের রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে মীর স্নিগ্ধ বলেন, এ সময়ে বিরোধী রাজনৈতিক শক্তি, বিশেষ করে বিএনপি, ব্যাপক দমন–পীড়নের শিকার হয়েছে। তিনি জুলাই গণ–আন্দোলনে নিহতদের আত্মত্যাগ স্মরণ করে তাদের স্বপ্ন পূরণে গণতান্ত্রিক রাজনীতি শক্তিশালী করার তাগিদ দেন।
তিনি আরও বলেন, “নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নেতৃত্ব প্রতিষ্ঠা করে একটি নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং সঞ্চালনা করেন সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন।
এছাড়া বক্তব্য দেন—
-
সাইফুল ইসলাম আফতাব (যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপি)
-
এ হাই তালুকদার ডালিম (সভাপতি, জেলা যুবদল)
-
সানোয়ার হোসেন তুষার (আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল)
-
কামরুল ইসলাম (সভাপতি, জেলা ছাত্রদল) সহ আরও অনেকে।










