সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২৮ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ জুবাইদার আপিল মঞ্জুর করে এ রায় দেন। এর ফলে এই মামলায় তারেক-জুবাইদা দম্পতির আর কোনো দণ্ড বা সাজা বহাল থাকছে না বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাদের বিরুদ্ধে দুদক ৪ কোটি ৮১ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে। বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট তারেককে ৯ বছর ও জুবাইদাকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত।
চিকিৎসক জুবাইদা রহমান ২০০৮ সালে তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়লেও চলতি মাসে দেশে ফেরার পর তিনি আপিল করেন। হাইকোর্ট বিলম্ব মার্জনা করে আপিল গ্রহণ ও জামিন দেন। অবশেষে শুনানি শেষে রায়ে বিচারিক আদালতের রায় বাতিল করে তাদের খালাস দেওয়া হয়।
দুদক ও রাষ্ট্রপক্ষের প্রতিনিধিরা শুনানিতে অংশ নেন। রায়ের ফলে মামলাটির নিষ্পত্তি হলো।