বাংলাদেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৩১ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতরের মতে, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্সবাজারে অতিবর্ষণের ফলে ভূমিধসের ঝুঁকি রয়েছে। একই সঙ্গে এসব বিভাগের নগর এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এর আগে গতকাল (৩০ জুলাই) দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ পার্থক্য বেশি থাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।