বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতিকে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর নিয়মের সঙ্গে সাংঘর্ষিক বলে অভিহিত করেছেন। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই নীতি বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়াতে পারে।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত “ডিক্যাব টক” অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে অর্থনৈতিক উন্নয়ন ও পারস্পরিক সমৃদ্ধির লক্ষ্যে কাজ করতে আগ্রহী চীন। তিনি স্পষ্ট করে বলেন, এই ত্রিপক্ষীয় উদ্যোগ কোনো তৃতীয় পক্ষবিরোধী জোট নয় এবং দক্ষিণ এশিয়ার কোনো দেশ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি।
তিস্তা নদী পুনর্গঠন প্রকল্প প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, “এই প্রকল্পে চীন সম্পূর্ণ প্রস্তুত, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা বাংলাদেশের।”
রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে তিনি জানান, রাখাইনের বর্তমান পরিস্থিতিতে এখনই প্রত্যাবাসন সম্ভব নয়, তবে চীন এ ইস্যুতে বাংলাদেশ ও মিয়ানমার—দুই পক্ষের সাথেই সক্রিয়ভাবে কাজ করছে।
সম্প্রতি ঢাকার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে চীনা যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে খুব শিগগিরই চীনের কারিগরি বিশেষজ্ঞদের একটি দল বাংলাদেশে আসবে।
তিনি আরও আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে পারবে এবং চীন এ বিষয়ে আশাবাদী।