বৈশাখের প্রচণ্ড খরতাপে যখন জনজীবন অতিষ্ঠ, তখন এসএসসি পরীক্ষার্থীদের স্বস্তি দিতে মানবিক উদ্যোগ নিয়েছে ছাত্রদল। মঙ্গলবার মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশে মির্জাপুর উপজেলা, পৌর ও কলেজ শাখার যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব সিকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান সিদ্দিকী এবং ছাত্রদল নেতা ফারহান আজাদ মুগ্ধ সিদ্দিকী।
প্রচণ্ড গরমে এই উদ্যোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি এনে দিয়েছে বলে জানান অনেকে।