রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরমান হোসেন পাপ্পু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ৩-৪ জন ছিনতাইকারী রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে আক্রমণ করছিল। ঘটনাটি দেখে সাহস করে চিৎকার করে প্রতিবাদ করেন পাপ্পু। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারীরা পাপ্পুর পায়ে ও মুখে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় সমরিতা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পাপ্পুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।