দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে সন্ত্রাসীদের গুলিতে মো. মহিউদ্দিন শেখ (৪৬) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহত মহিউদ্দিন শেখ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাঁচলদিয়া গ্রামের বাসিন্দা এবং আবদুল মান্নান শেখের ছেলে।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হামলার দৃশ্য এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, মহিউদ্দিন শেখ দোকানে দাঁড়িয়ে ছিলেন, এমন সময় এক দুর্বৃত্ত হঠাৎ এসে খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দীর্ঘদিন প্রবাসজীবন পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় ২৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান মহিউদ্দিন শেখ। সেখানে দীর্ঘদিন পরিশ্রম করে পোর্ট এলিজাবেথ শহরে নিজের ব্যবসা প্রতিষ্ঠা করেন। হঠাৎ তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
তদন্ত চলছে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং হত্যাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
নিরাপত্তাহীনতায় ভুগছেন দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি দেশটিতে বাংলাদেশিদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে বলে অভিযোগ করেছে প্রবাসী কমিউনিটি।