ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রকাশ্যে পরিবহন থেকে চাঁদাবাজি করার সময় তিন চাঁদাবাজকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ চুনকুটিয়া, কদমতলী মোড় ও আব্দুল্লাহপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তার হওয়া চাঁদাবাজরা হলেন — মো. মোস্তফা ওরফে স্বপন বাতাস (৪০), মো. শফিক (৩৫) এবং সৈয়দ আল মামনু (৪০)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, চুনকুটিয়া সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি করার সময় মোস্তফা ওরফে স্বপন বাতাসকে নগদ চাঁদার অর্থসহ আটক করা হয়। এরপর কদমতলী মোড়ের দোহার-নবাবগঞ্জ রোডের মাইক্রোবাস স্ট্যান্ড থেকে সৈয়দ আল মামনু এবং আব্দুল্লাহপুর লেগুনা স্ট্যান্ড থেকে মো. শফিককে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, তাদের কাছ থেকে মোট ১০ হাজার ২৬০ টাকা চাঁদার অর্থ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের একটাই পরিচয়—তারা চাঁদাবাজ।