দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত অভিশংসিত প্রধানমন্ত্রী হান ডাক-সুকের বিরুদ্ধে আনা অভিযোগ বাতিল করে তাকে পুনর্বহাল করেছে। সোমবার (২৪ মার্চ) আদালতের এ রায়ের ফলে তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।
রায়ের পর হান ডাক-সুক জানিয়েছেন, তিনি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের মধ্যে জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সামরিক আইন জারি করার পর গত বছরের ডিসেম্বরে তাকে অভিশংসন করা হয়েছিল। এরপর প্রধানমন্ত্রী হান ডাক-সুক ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্বের অন্যতম বৃহৎ রফতানিকারক দেশ দক্ষিণ কোরিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।