চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন ভবন থেকে পুলিশ কনস্টেবল শামিম রেজা সাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়ার এক মাস পর তার বাবা সাত সহকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মঙ্গলবার (২০ মে) দর্শনা থানা আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
শামিম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা এবং চেকপোস্টে কর্মরত ছিলেন। ১৮ এপ্রিল তার মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে অপমৃত্যুর মামলা হলেও বাদী দাবি করেন শামিমকে মানসিক নির্যাতন ও হুমকির মধ্য দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মামলায় এএসআই, কনস্টেবলসহ সাতজনকে আসামি করা হয়েছে। সিনিয়র ম্যাজিস্ট্রেট মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দিয়েছেন। মামলার তদন্ত চলছে।