কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি আবদুল মান্নান (৬০), সিঙ্গুলা গ্রামের মৃত আলী আজগরের ছেলে।
মঙ্গলবার (২১ মে) সকালে গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কাজ শেষে আবদুল মান্নান চা পান করে বাড়ির উদ্দেশে রওনা দেন। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি। পরে ভোরে তার মরদেহ পাওয়া যায় এক প্রতিবেশী নারী, হাসিনা বেগমের বাড়ির পাশে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসিনা বেগমকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবার জানিয়েছে, হাসিনার সঙ্গে আর্থিক লেনদেন ছিল মান্নানের। এই বিষয়টিকে কেন্দ্র করেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের সন্দেহ।
নিহতের ছেলে সোহেল মিয়া বলেন, “হাসিনা বেগম আমার বাবার টাকা নিয়েছিলেন, ফেরত না দিয়ে সময়ক্ষেপণ করছিলেন। এখন তার বাড়ির পাশেই বাবার লাশ পাওয়া গেল।”
গৌরীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, “মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”