দিনাজপুর, ১৯ মে — দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মাইক্রোবাসচালক আরিফ হোসেন মানিক ও যাত্রী মো. দেলোয়ার হোসেনের নাম পাওয়া গেছে। বাকি হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও নিহত চারজনই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে রংপুরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের মধ্যে তিনজনকে ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।
দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর ঘটনাটি নিশ্চিত করেছেন।