খবর বাংলা ডেস্ক :
দিনাজপুরের বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে নতুন আলুর দাম। এতে করে নতুন আলুর চাহিদা কমে পুরাতন আলুর প্রতি ঝুঁকছেন ক্রেতারা। তবে দাম বাড়েনি পুরাতন আলুর। রবিবার (১১ জানুয়ারি) দিনাজপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে জাতভেদে নতুন আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০ থেকে ৪৫ টাকায়। অন্যদিকে পুরাতন আলু বিক্রি হচ্ছে ১২ টাকা কেজি দরে। তবে পাড়া-মহল্লার খুচরা দোকানগুলোতে নতুন আলু ৪০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।
কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচণ্ড শীত ও ঘন কুয়াশার কারণে নতুন আলু উত্তোলনে শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দিনাজপুরে টানা সাত দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, যা মাঠে কাজ করাকে আরও কঠিন করে তুলেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্টারিস-৭ জাতের আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে, যা দুদিন আগেও ছিল ১৫ টাকা। দেশি গোল আলু ৩৫ থেকে ৪৫ টাকা, সাদা চল্লিশা আলু ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিনা সেভেন, সান সাইন ও দেশি শাখিতা জাতের আলুর দামও বেড়ে ৪০ থেকে ৪৫ টাকায় পৌঁছেছে।
দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের কৃষক জুয়েল ইসলাম জানান, মাঠ পর্যায়ে আলুর দাম এখনো জাতভেদে সর্বোচ্চ ২০ টাকা কেজি। কিন্তু মধ্যস্বত্বভোগীদের কারণে বাজারে এসে দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে।
বাহাদুর বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানান, শীতের কারণে আলু উত্তোলন কম হওয়ায় বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। ফলে নতুন আলুর দাম বাড়লেও পুরাতন আলু দিয়েই আপাতত ক্রেতাদের চাহিদা মেটানো হচ্ছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











