ক্রাফট ইন্সট্রাক্টরদের স্থানান্তর ও প্রমোশন বাতিলসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরে রেলপথ ও সড়কপথ অবরোধ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দিনাজপুর নিমনগর বাসস্ট্যান্ড এলাকায় রেললাইনে বসে এই অবরোধ কর্মসূচি পালন করেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও অন্যান্য কারিগরি শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস এবং সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। একই সঙ্গে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে, ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
দুপুর ১২টার দিকে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেও তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শিক্ষার্থীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ছয় দফা দাবি জানিয়ে আসছেন। এর মধ্যে রয়েছে— বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের স্থানান্তর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর করা, উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ, এবং কারিগরি বোর্ড সংস্কার।
দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান জানিয়েছেন, আন্দোলনের কারণে তিনটি ট্রেন চলাচল বন্ধ রয়েছে।