দিনাজপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টায় দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান।
মৃত কয়েদির নাম শামছুল হক মন্ডল (৪৬)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বদনা পূর্বপাড়া গ্রামের মৃত মোজাম মণ্ডলের ছেলে। জানা গেছে, ভোরের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে কারাগারের হাসপাতালেই তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে দ্রুত তাকে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শামছুল হক মন্ডল ২০১২ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এবং ২০১৪ সালের আরেক মামলায় দোষী সাব্যস্ত হন। দুটি মামলায় তার সাজা ছিল যথাক্রমে ৫ বছর ও ২ বছর। এছাড়াও তার বিরুদ্ধে আরেকটি মামলা চলমান রয়েছে। ২০২৪ সালের ১৮ জুন থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে ছিলেন।
ঘটনার বিষয়ে জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম অনুযায়ী সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।