বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়ার কার্যক্রম সম্পন্ন হবে ঢাকায়। দেশটি তাদের ঢাকার হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেবে। শিগগিরই চালু হবে এ প্রক্রিয়া।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে ফোন করে জানিয়েছেন এই তথ্য।
গত অক্টোবরে ঢাকায় এসেছিলেন টনি বার্গ। তখন তিনি ঢাকাকে জানিয়েছিলেন, অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশেটির সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে তিনি বাংলাদেশে সফরে আসেন।
অস্ট্রেলিয়ার এ স্বরাষ্ট্রমন্ত্রী তার এ সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তিনি তার দেশের ভিসা কেন্দ্র ঢাকায় ফিরিয়ে আনার এবং দু’দেশের মধ্যে অনিয়মিত অভিবাসন-রোধে আলোচনার বিষয়ে দেশটির পরিকল্পনার কথা জানিয়েছেন।
এখন নয়াদিল্লিতে থাকা অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া কার্যক্রম সম্পন্ন হয়। আর তা ফিরতে যাচ্ছে রাজধানী ঢাকায়।