দেশে দীর্ঘমেয়াদি নয়, কিছু মৌলিক সংস্কার বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার—এ কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন থাকছে না, তাই অল্প সময়ে বাস্তবায়নযোগ্য সংস্কারেই জোর দেওয়া হচ্ছে।
বুধবার (৯ জুলাই) রাজধানীর এক হোটেলে ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট’-এ ‘বাংলাদেশের অর্থনৈতিক শাসনে এফআরসির ভূমিকা ও প্রভাব’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, ‘‘প্রধান উপদেষ্টা বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন। আমরা দীর্ঘমেয়াদি বা মধ্যমেয়াদি কোনো সংস্কার নয়, যা শুরু হয়েছে তা সম্পন্ন করতে চাইছি। তবে নানা প্রতিবন্ধকতা ও জটিলতা রয়েছে, যা বাইরে থেকে বোঝা কঠিন।’’
তিনি আরো বলেন, এই অল্প সময়ের সংস্কারে ব্যবসায়ী ও ঋণদাতা সংস্থাগুলো ভালো সমর্থন দিয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুর, বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সোলেয়মান কুলিবালি প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং স্বাগত বক্তব্য দেন বিশ্বব্যাংকের লিড গভর্ন্যান্স স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত।
এ ছাড়া আইসিএবি সভাপতি এন কে এ মবিন এবং আইসিএমএবি সভাপতি মাহতাব উদ্দিন আহমেদও অনুষ্ঠানে বক্তব্য দেন।