চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের মারধর ও ছুরিকাঘাতে কমর উদ্দিন নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার হলদিয়া আমীরহাট বাজারে এ ঘটনা ঘটে। শনিবার রাতে আমীরহাট বাজারে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহন হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত কমর উদ্দীন সৌদি আরব প্রবাসী ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি।
এলাকায় মাটিকাটা, ফসলি জমি ভরাট ও বালু উত্তোলন নিয়ে যুবদলের আরেকটি পক্ষের সাথে তার বিরোধ ছিল বলেও জানায় স্থানীয়রা।
পুলিশ জানায়, বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্চে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।