“আমি কন্যা স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই স্লোগানকে প্রতিপাদ্য করে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যা উপজেলা চত্বর প্রদক্ষিণের পর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জোহরা সুলতানা যূথী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ, উপজেলা জামায়াতের আমির আল মোমিন, আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল আলম, শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা তাহমিনা বেগম ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান অপু তালুকদার শিপলু।
উক্ত অনুষ্ঠানে কন্যাশিশুদের অধিকার, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক আলোচনা করা হয়।