টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে দেলদুয়ার উপজেলা স্টেডিয়ামে প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়। প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শনী মূল্যায়নের পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এই প্রদর্শনী প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার উন্নয়ন সম্পর্কে জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান।











