টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজের নবগঠিত ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে কলেজের প্রধান ফটকের সামনে টাঙ্গাইল-নাগরপুর আঞ্চলিক সড়কে এ কর্মসূচি পালন করেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের একাংশ।
পদবঞ্চিত নেতাকর্মীরা অভিযোগ করেন, বহিরাগতদের দিয়ে কলেজ ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। তারা দাবি জানান, এই কমিটি দ্রুত বাতিল করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা তারিক মোল্লা, মাহিম, আশিক ও রেদুয়ান।
উল্লেখ্য, গত ২৪ আগস্ট টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজ ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ তুলেছেন, ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক শোভন মাহমুদ বহিরাগত।